চট্টগ্রাম রয়্যালসের সমর্থকদের জন্য দুঃসংবাদ
বিপিএল শুরুর আগের দিন বদলে যায় চট্টগ্রাম রয়্যালসের মালিকানা। নানা ইস্যুতে সমালোচিত হওয়ার পর দল চালাতে অপরাগতা জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকা কর্মকর্তারা। শেষ মুহূর্তে দায়িত্ব কাঠে তুলে নেয় বিসিবি।
সেই দলটাই এখন বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে। দারুণ ফর্মে আছে রয়্যালসরা। মালিকানা নেওয়ার পর বিসিবি দলে ভেড়ায় ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটনকে। মাত্র একদিনের মধ্যে তাকে উড়িয়ে আনা হয় দেশে।
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের ৫ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। এখন সর্বোচ্চ রান সংগ্রাহক রসিংটন। ৬ ম্যাচে ৬৪.৫০ গড় আর ১৩৯.৪৫ স্ট্রাইকরেটে করেছে ২৫৮ রান। সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত ছিলেন।
তবে এবার চট্টগ্রাম রয়্যালসের সমর্থকদের দুঃসংবাদ শুনতে হচ্ছে। সর্বশেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে ব্যাটিং করার সময় কনুই আঙুলে চোট পেয়েছেন রসিংটন। যে কারণে খেলতে পারবেন না বিপিএলের বাকি অংশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান।
গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় নাফিস ইকবাল বলেন, ‘সর্বশেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে বিনুরা ফার্নান্দোর বলে তার কনুই আঙ্গুলে চোট লাগে। এক্সরে করার পর দেখা যায় সেখানে কিছুটা ড্যামেজ হয়েছে, যেখানে কারণে তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে। ফলে বিপিএলের বাকি অংশে আর তাকে পাওয়া যাবে না।’
নাফিস ইকবাল জানা, দ্রুতই তার পরিবর্তে অন্য কাউকে দলে ভেড়ানো হবে।
চলমান বিপিএলে দারুণ ফর্মে আছে চট্টগ্রাম রয়্যালস। ৭ ম্যাচ খেলে ৫ জয় তাদের। ১০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

স্পোর্টস ডেস্ক