রংপুরকে চ্যালেঞ্জিং লক্ষ্য চট্টগ্রামের
টানা জয়ে থাকা দুদল মুখোমুখি হয়েছে বিপিএলে। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যার ম্যাচে সিলেটে মাঠে নেমেছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৬৯ রান।
উদ্বোধনী জুটি বড় সংগ্রহ গড়তে পারেনি। ২২ রানে বিদায় নেন নাঈম শেখ। মুস্তাফিজুর রহমানের ডেলিভারিতে লেগ বিফোর হওয়া নাঈম করেন ১৫ বলে ১৬। আরেক ওপেনার অ্যাডাম রসিংটন অবশ্য ছন্দে ছিলেন। তুলে নেন ফিফটি। রাকিবুল হাসানের বলে বোল্ড হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কায় খেলেন ৪১ বলে ৫৮ রানের ইনিংস।
ওয়ানডাউনে নেমে মাহমুদুল হাসান জয় হয়েছেন ব্যর্থ। ৭ বলে ১২ করে আকিফ জাভেদকে উইকেট দেন জয়। তবে, ফিফটির কাছাকাছি গিয়েছিলেন হাসান নাওয়াজ। ৩৮ বলে ৪৬ করেন নাওয়াজ। শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদির ৭ বলে ১৩ এবং আমের জামালের ১০ বলে ১৯ রানে ভর দিয়ে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম। মেহেদি-আমের দুজনই অপরাজিত ছিলেন।
রংপুরের পক্ষে ৪ ওভারে ৩২ রানের ২ উইকেট পান মুস্তাফিজ। ৪ ওভারে ১ মেডেনসহ ২৯ রানের জাভেদের শিকারও ২টি। এক উইকেট নেন রাকিবুল।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস : ২০ ওভারে ১৬৯/৫ (নাঈম ১৬, রসিংটন ৫৮, জয় ১২, নাওয়াজ ৪৬, আসিফ ১, মেহেদি ১৩*, জামাল ১৯*; মায়ার্স ০.২-০-৯-০, রাকিবুল ৩.৪-০-৪২-১, আলিস ৪-০-২৫-০, জাভেদ ৪-১-২৯-২, মুস্তাফিজ ৪-০-৩২-২, খুশদিল ৪-০-৩০-০)

স্পোর্টস ডেস্ক