টস জিতে ব্যাটিংয়ে নোয়াখালী
টস করছেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি : সিলেট টাইটান্স
বিপিএলে এখনও জয়ের মুখ দেখেনি নোয়াখালী এক্সপ্রেস। তিন ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে দলটি। অন্যদিকে, পাঁচ ম্যাচে সিলেট টাইটান্স হেরেছে তিনটিতে। তবে, দুই ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে দলটি। নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ সোমবার (৫ জানুয়ারি) মুখোমুখি হয়েছে সিলেট-নোয়াখালী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়ছে নোয়াখালী।
নোয়াখালীর হয়ে বিপিএল মাতাতে এসেছেন আফগান তারকা মোহাম্মদ নবী। আজ একাদশে আছেন তিনি। তাকে নিয়ে জয়ের আশাই করছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি।
গতকাল চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হয়েছিল সিলেট। ব্যাটিং ব্যর্থতায় পাত্তা পায়নি চট্টগ্রামের কাছে।হেরেছে ৯ উইকেটে। আজ তাই সিলেটের সামনে জয়ে ফেরার মিশন।সিলেটের জার্সিতে আজ একাদশে আছেন ইংলিশ তারকা মঈন আলী।

স্পোর্টস ডেস্ক