বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ
তিন টেস্টে মাত্র ১১ দিনে এবারের অ্যাশেজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ নিশ্চিত করা অ্যাডিলেইড টেস্ট শেষে অবশ্য দুঃসংবাদের আভাস দিয়েছিলেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। বক্সিং ডে টেস্টের আগে এবার সেটাই সত্যি হলো।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট। সেই টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক প্যাট কামিন্স আর স্পিনার নাথান লায়ন। দীর্ঘ পাঁচ মাস পর পিঠের চোট কাটিয়ে অ্যাডিলেইড টেস্ট দিয়েই মাঠে ফিরেছিলেন কামিন্স। দুই ইনিংসেই দারুণ বোলিংয়ে শিকার করেন তিনটি করে উইকেট।
নেতৃত্বেও ছিলেন উজ্জ্বল। ওই টেস্ট জিতেই সিরিজ জয় ও অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জয়ে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া।
অন্যদিকে, অ্যাডিলেইড টেস্টের শেষ দিনে ফিল্ডিং করার সময় হ্যামিস্ট্রিংয়ে চোট পান নাথান লায়ন। সেই চোট নিয়ে মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে। পরে তাকে ক্রাতে ভর করে হাটতে দেখা যায়। অনুমেয়ভাবেই তিনিও থাকছেন না।
কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। প্রথম দুই টেস্টে তার নেতৃত্বেই জিতেছিল অস্ট্রেলিয়া। অসুস্থতার কারণে অ্যাডিলেইড টেস্টে ছিলেন না তিনি।
কামিন্সের জায়গায় সুযোগ পেয়েছেন জাই রিচার্ডসন। তিন টেস্ট খেলা এই পেসার চার বছর পর খেলতে পারেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট।
লায়নের জায়গা স্কোয়াডে এসেছেন টড মার্ফি। তবে তার একাদশে থাকা নিশ্চিত নয়। মেলবোর্নে চার পেসার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

স্পোর্টস ডেস্ক