অধিনায়কের নাম ঘোষণা করল রাজশাহী ওয়ারিয়র্স
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, বর্তমান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী–তিনজনই এবারের বিপিএল খেলবে রাজশাহীর জার্সিতে। দলটির সমর্থকদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, অধিনায়কের গুরুদায়িত্বটা যাবে কার কাঁধে?
এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। আজ সোমবার (২২ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অধিনায়কের নাম ঘোষণা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আসন্ন বিপিএলে দলটিকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
শান্তকে অধিনায়ক করার ঘোষণা দিয়ে রাজশাহী তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তার শক্তিশালী নেতৃত্বে রাজশাহী আত্মবিশ্বাস, শৃঙ্খলা নিয়ে জয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যাবে।’
সরাসরি চুক্তিতে রাজশাহী দলে ভিড়িয়েছিল নাজমুল হোসেন শান্তকে। তখনই অবশ্য আলোচনায় ছিল তাকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। তবে সেই আলোচনায় নতুন মোড় নেয় নিলাম থেকে মুশফিকুর রহিম আর আকবর আলীকে দলে ভেড়ানোয়। সব জল্পনার অবসান ঘটিয়ে শান্তর ওপরই আস্থা রাখল রাজশাহী।
রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড
দেশি ক্রিকেটার : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, আব্দুল গাফ্ফার সাকলাইন, মেহরাব হোসেন, হাসান মুরাদ, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, শাকির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল।
বিদেশি ক্রিকেটার : শাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), হোসাইন তালাত (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), জিমি নিশাম (নিউজিল্যান্ড), সন্দীপ লামিচানে (নেপাল), জাহানদাদ খান (পাকিস্তান) ও দাসুন হেমন্থ (শ্রীলঙ্কা)।

স্পোর্টস ডেস্ক