সামির মিনহাজের রানই করতে পারল না ভারত
যুব এশিয়া কাপের নবম শিরোপা ঘরে তুলতে ইতিহাস গড়তে হতো ভারতকে। কারণ যুব এশিয়া কাপের ফাইনালে সর্বোচ্চ ৩৪৭ রানের পুঁজি দাঁড় করিয়েছিল পাকিস্তান। ভারতের জন্য লক্ষ্যটা কঠিন হলেও অসাধ্য কিছু ছিল না। এবারের টুর্নামেন্টেই ৪০৮ রান করেছিল ভারত। তবে এদিন হয়েছে তার উল্টোটা।
পাকিস্তানের বড় পুঁজির পেছনের নায়ক ওপেনার সামির মিনহাজ। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে অনবদ্য ইনিংস খেলেন তিনি। ভারতীয় বোলারদের পিষ্ট করে শেষ পর্যন্ত তিনি থামেন ১৭২ রান করে। তার ১১৩ বলের ইনিংসটি গড়া ১৭ চার আর ৯ ছক্কায়। যুব এশিয়া কাপের ফাইনালে এটি কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
ফাইনালে রান পাহাড়ের চাপে পড়ে ভারত যেন লড়াইটা করতেই ভুলে গিয়েছিল। পুরো দল মিলে এক সামির মিনহাজের সমান রানই করতে পারেনি। ২৬.২ ওভারে অলআউ হওয়ার আগে ভারত করতে পেরেছে মোটে ১৫৬ রান। যা সামির মিনহাজের চেয়ে ১৬ রান কম।
ভারতের হয়ে মাত্র দুজন ব্যাটার ২০ বা এর উপরে রান করতে পেরেছেন। ওপেনার বৈভব সূর্যবংশী খেলেন ১০ বলে ২৬ রানের ইনিংস। আর ১০ নম্বরে নেমে দীপেশ দেবেন্দ্রন খেলেন ১৬ বলে ৩৬ রানের ইনিংস।
ভারতের এমন অসহায় আত্মসমর্পনের দিনে ১৯১ রানের জয়ে শিরোপার উৎসবে মেতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এ নিয়ে দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ম্যান ইন গ্রিনরা। এর আগে ২০১২ সালে যৌথভাবে শিরোপা জিতেছিল ভারত ও পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক