আইপিএলের নিলাম চলছে
টানা দ্বিতীয়বারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের নিলাম। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবির ইত্তিহাদ অ্যারেনায় চলছে এবারের নিলাম। গতবার দুদিনব্যাপী মেগা নিলাম চললেও এবারের মিনি নিলাম একদিনেই শেষ হবে।
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় শো আইপিএল। প্রতিবছর প্রায় দুই মাস ধরে ভক্তরা ডুবে থাকে আইপিএলের ঘোরে। ভারতের ঘরোয়া লিগ হলেও এর আবেদন বিশ্বজুড়ে। ২০২৬ সালে মাঠে গড়াবে আইপিএলের ১৯তম আসর।
আইপিএলের নিলাম নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহের কমতি নেই। টিভি পর্দায় দর্শক নিলাম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে। অনলাইনে ট্যাপম্যাড ও স্পোর্জিফাই অ্যাপে সরাসরি উপভোগ করা যাবে আজকের নিলাম।
শুরুতে মিনি নিলামের জন্য মোট ১৩৯০ খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই করে তাদের মধ্যে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। সেখানে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার ও বাকি ১১০ জন বিদেশি। যদিও ভারতীয় ও বিদেশি মিলিয়ে মাত্র ৭৭জন খেলোয়াড় দল পাবেন।
বিদেশিদের মধ্যে দল পাবেন কেবল ৩১ জন। নিলামের আগেই ১০টি দল মিলে ধরে রেখেছে মোট ১৭৩ ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি খেলোয়াড় ৪৯ জন। ট্রেডিংয়ের মাধ্যমে খেলোয়াড়দের বেশ কিছু দলবদল হয়েছে।
মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সব মিলিয়ে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। আর নিলামে সবচেয়ে কম টাকা খরচ করতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের হাতে বাকি মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। সবমিলিয়ে একটি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ খরচ করতে পারবে ১২৫ কোটি রুপি।

স্পোর্টস ডেস্ক