জেনে নিন আইপিএল নিলামের খুঁটিনাটি
আইপিএলের ১৯তম আসর বসবে ২০২৬ সালে। এর আগে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে মিনি নিলাম। গতবারের মতোই এবারও ভারতের বাইরে অনুষ্ঠিত হবে নিলাম। ৩৫০ ক্রিকেটারের মধ্য থেকে সেরাদের বেছে নিতে চাইবে ক্লাবগুলো। আবুধাবির ইত্তিহাদ অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে আয়োজন।
শুরুতে মিনি নিলামের জন্য মোট ১৩৯০ খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই করে তাদের মধ্যে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। সেখানে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার ও বাকি ১১০ জন বিদেশি। যদিও ভারতীয় ও বিদেশি মিলিয়ে মাত্র ৭৭জন খেলোয়াড় দল পাবেন।
বিদেশিদের মধ্যে দল পাবেন কেবল ৩১ জন। নিলামের আগেই ১০টি দল মিলে ধরে রেখেছে মোট ১৭৩ ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি খেলোয়াড় ৪৯ জন। ট্রেডিংয়ের মাধ্যমে খেলোয়াড়দের বেশ কিছু দলবদল হয়েছে।
মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সব মিলিয়ে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। আর নিলামে সবচেয়ে কম টাকা খরচ করতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের হাতে বাকি মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। সবমিলিয়ে একটি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ খরচ হতে পারবে ১২৫ কোটি রুপি।
স্কোয়াড হতে পারবে ১৮ থেকে ২৫ জনের মধ্যে। সর্বোচ্চ ৮ জন বিদেশি থাকতে পারবে দলগুলোতে। দেশি ক্রিকেটার হতে পারবে ২১ জন। নিলামের আগে সবচেয়ে বড় দল রয়েছে পাঞ্জাব কিংসের। তাদের স্কোয়াডে এখনই ২১ জন খেলোয়াড় রয়েছেন। আর সবচেয়ে কম কলকাতার। তাদের দলে মাত্র ১২ ক্রিকেটার আছেন।
নিলামে আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। টাইগার পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। মুস্তাফিজ ছাড়াও নিলামে নাম আছে বিগ ব্যাশ খেলতে যাওয়া লেগস্পিনার রিশাদ হোসেনের নাম। এই টাইগার ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি।
এছাড়া ৭৫ লাখ রুপিতে আইপিএল নিলামে আছেন আরও চার টাইগার পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম। আর ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান।

স্পোর্টস ডেস্ক