অবশেষে সাবিনা-মাসুরাদের নিয়ে জাতীয় দল ঘোষণা
বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সাবিনা খাতুনসহ বেশ কয়েকজন ফুটবলার। এরপর থেকে সাবিনাদের জাতীয় দলের ক্যাম্পে ডাকেননি বাটলার। সেও প্রায় বছর খানিক হয়ে গেল। অবশেষে জাতীয় দলে ডাক পেলেন সাবিনা-মাসুরা খাতুনরা।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) নারী ফুটসাল সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই দলের অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে সাবিনা খাতুনকে।
সাবিনা ছাড়াও এই দলে আছেন সাফজয়ী নারী ফুটবল দলের আরও তিন ফুটবলার। তারা হলেন– ডিফেন্ডার মাসুরা পারভীন, মাতসুসিমা সুমাইয়া ও ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার।
আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে বসবে নারী ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপ। দল গোছাতে ৭০ জন নারী ফুটবলারকে নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। সেখান থেকে ২৫ জনকে নিয়ে মিরপুরের ডি বক্সে প্রাথমিক ক্যাম্প করেছিল দল।
সেখান থেকে ১৮ জনকে নিয়ে এবার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলো।
বাংলাদেশের স্কোয়াড
সাবিনা খাতুন (অধিনায়ক), মাসুরা পারভীন, মাতসুসিমা সুমাইয়া, কৃষ্ণা রাণী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেরুন আক্তার, রাত্রী মণি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমীন নিলা, মিশরাত জাহান মৌসুমী, মারজিয়া, নাসরীন আক্তার, সেজুতি ইসলাম স্মৃতি, সাথী বিশ্বাস, এলাইট রাণী, স্বপ্না আক্তার জিলি।

স্পোর্টস ডেস্ক