বিপিএলের আগে নোয়াখালীর নতুন চমক
বিপিএলের নিলামে সবচেয়ে কম টাকা খরচ করে আলোচনায় এসেছিল নোয়াখালী এক্সপ্রেস। নবাগত দলটি অবশ্য এরপর বসে নেই। নিজেদের দলে এবার যুক্ত করেছে আরেক বিদেশি ক্রিকেটারকে। পাকিস্তানের তরুণ তুর্কি মাজ সাদাকাতকে দলে নিয়েছে নোয়াখালী। আজ সোমবার (৮ ডিসেম্বর) নিজেদের ফেসবুক পেজে সাদাকাতকে পরিচয় করিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
২০ বছর বয়সী সাদাকাত বাঁহাতি ব্যাটার ও স্পিন বোলার। মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তাকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। নিলামের পর অবশ্য দলটি সবচেয়ে বড় চমক দেয় মোহাম্মদ নবীকে দলে নিয়ে। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় নাম এই আফগান তারকা।
এর আগে সরাসরি চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লস আর শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। এরপর নিলাম থেকে পাকিস্তানি ব্যাটার হায়দার আলী আর আফগান পেসার ইহসানুল্লাহ খানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
সরাসরি চুক্তি : সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা )।
নিলাম থেকে দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।
নিলাম থেকে বিদেশি : ইহসানুল্লাহ খান (আফগানিস্তান), হায়দার আলী (পাকিস্তান)।
নিলামের পর বিদেশি : মোহাম্মদ নবী (আফগানিস্তান), মাজ সাদাকাত (পাকিস্তান)।

স্পোর্টস ডেস্ক