এবার নতুন চমক নিয়ে হাজির ঢাকা ক্যাপিটালস
নিলামের পর থেকে শুরু হয়েছে বিপিএলের ক্ষণগণনা। দলগুলো নিজেদের গুছিয়ে নিতে কমতি রাখছে না। নতুন নতুন খেলোয়াড়কে দলে ভেড়াচ্ছে তারা। এবার ঢাকা ক্যাপিটালস হাজির হলো নতুন চমক নিয়ে। আজ শনিবার (৬ ডিসেম্বর) তারা দলে নিয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে।
মিঠুনকে দলে নিয়ে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, ‘নতুন অধ্যায়ের শুরু। ঢাকা ক্যাপিটালস তাদের পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে মোহাম্মদ মিঠুনকে।‘
জানা গেছে, ৫২ লাখ টাকায় মিঠুনকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্ক হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিফাত নুসরাত।
দল পেয়ে মিঠুন বলেন, ‘প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা ক্যাপিটালসকে, তারা আমাকে বিশ্বাস করার জন্য। আশা করি, আমাদের দলটা এবার অনেক ভালো করবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ।’
এর আগে সরাসরি চুক্তিতে দেশি খেলোয়াড়দের মধ্যে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। বিদেশিদের মধ্যে সরাসরি চুক্তিতে নেওয়া হয় ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানকে।
নিলাম থেকে দেশিদের মধ্যে শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলামকে কিনেছে ঢাকা ক্যাপিটালস।
নিলাম থেকে নেওয়া বিদেশিরা হলেন শ্রীলঙ্কার দাসুন শানাকা ও আফগানিস্তানের জুবায়েদ আকবরী।
নিলামের পর বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস। সর্বশেষ সংযোজন মিঠুন।

স্পোর্টস ডেস্ক