ব্রিসবেনে এগিয়ে থেকে তৃতীয় দিন পার অস্ট্রেলিয়ার
প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিও এগোচ্ছে অস্ট্রেলিয়ার ছক ধরে। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে আজ শনিবার (৬ ডিসেম্বর) এগিয়ে স্বাগতিকরা। অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে আধিপত্য ধরে রেখেছে অসিরা। ম্যাচে ফিরতে ইংল্যান্ডকে খেলতে হবে সামর্থ্যের বেশি দিয়ে। অপরাজিত ব্যাটার হিসেবে ক্রিজে আছেন অধিনায়ক বেন স্টোকস (৪*) এবং উইল জ্যাকস (৪*)।
ব্রিসবেনর ক্রিকেট গ্রাউন্ডে গোলাপি বলের টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩৫ ওভারে ৬ উইকেটে ১৩৪ রান। হাতে চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে আছে ৪৩ রানে। প্রথম ইনিংসে ইংলিশরা অলআউট হয় ৩৩৪ রানে। জবাবে অস্ট্রেলিয়া করে ৫১১ রান, পায় ১৭৭ রানের লিড।
পিছিয়ে থাকা ইংল্যান্ড শুরুটা খারপ করেনি। বেন ডাকেট ও জ্যাক ক্রওলি মিলে যোগ করেন ৪৮ রান। ডাকেট বিদায় নেন ১৫ রানে। ক্রওলি করেন ৪৪। তবে ব্যর্থ হয়েছেন জো রুট, সাজঘরে ফেরেন ১৫ রান করে। ওয়ানডাউনে নামা ওলি পোপও ২৬ রানের বেশি করতে পারেননি।
দিনের শেষ দিকে দ্রুত উইকেট হারায় অসিরা। ৮ রানে হারায় ৩ উইকেট। ১২১ রানে ৩ উইকেট থেকে পরিণত হয় ১২৮ রানে ৬ উইকেটে।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড।
চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

স্পোর্টস ডেস্ক