বছরের শেষ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?
আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘরের মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি আজ। দুই টি-টোয়েন্টি শেষে ১-১ সমতা থাকায়, এটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। এমন ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, তা নিয়ে আছে আলোচনা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ব্যাটিং সহায়ক। সিরিজের প্রথম দুই ম্যাচেই সেটি দেখা গেছে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও দ্বিতীয়টি রানে ফিরতে দেখা গেছে। ফলে এসেছে জয়। একাদশে সেদিন তিন পরিবর্তন নিয়ে নেমেছিল স্বাগতিকরা। যেখানে শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন ইতিবাচক ভূমিকা রেখেছেন।
এই দুজন আজও থাকতে পারেন একাদশে। তবে, নুরুল হাসান সোহান হারাতে পারেন জায়গা। তার জায়গায় তৃতীয় ম্যাচের স্কোয়াডে সুযোগ পাওয়া শামীম হোসেন পাটোয়ারীকে দেখা যেতে পারে। বাকিটা হয়তো পরিবর্তিতই রাখবে টিম ম্যানেজমেন্ট।
আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার এটাই শেষ মঞ্চ। ২০২৬ এর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে জাতীয় দলের আর আন্তর্জাতিক ম্যাচ নেই। আয়ারল্যান্ড সিরিজ শেষে ক্রিকেটাররা ব্যস্ত হবেন বিপিএলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্পোর্টস ডেস্ক