বার্সাকে হারিয়ে এগিয়ে গেল চেলসি, ঝুঁকিতে কাতালানরা
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের পঞ্চম ম্যাচডে-তে বড়সড় ধাক্কা খেল বার্সেলোনা। অন্যদিকে, ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলের জয়ে এগিয়ে গেল চেলসি। চেলসির কাছে বিধ্বস্ত হয়ে ঝুঁকিতে বার্সেলোনা। এই পরাজয়ের ফলে কাতালান ক্লাবটি নকআউট পর্বে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে।
আজ বুধবার (২৬ নভেম্ব ম্যাচের শুরু থেকেই চেলসি দাপট দেখাতে শুরু করে এবং ম্যাচের ২৭ মিনিটে জুলস কুন্ডের আত্মঘাতী গোলে এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে, ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। ১০ জনের দলে পরিণত হওয়ায় বার্সার ওপর চাপ আরও বাড়ে।
বিরতির পর চেলসি আক্রমণাত্মক খেলা ধরে রাখে। ৫৫ মিনিটে বিস্ময়-গোল করেন তরুণ ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও। একদম কঠিন কোণ থেকে তাঁর করা এই গোলটি ছিল ম্যাচের সেরা আকর্ষণ। এরপর ৭৩ মিনিটে বার্সার অফসাইড ট্র্যাপ ভেঙে ফ্রি শটে গোল করে ব্যবধান ৩-০ করেন লিয়াম ডেলাপ।
এই জয়ে পাঁচ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট সংখ্যা দাঁড়াল ১০, যা তাদের লিগ টেবিলে পঞ্চম স্থানে তুলে এনেছে এবং সরাসরি শেষ ষোলোতে কোয়ালিফাই করার পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। যেখানে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা অনেকটাই পিছিয়ে পড়েছে এবং বর্তমানে ১৫তম স্থানে নেমে গেছে। তাদের এখন নকআউট প্লে-অফ জোনে খেলার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এই লিগ পর্বে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেয়।
দিনের অন্য ম্যাচেম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ২-০ গোলে বায়ার লেভারকুসেনের কাছে হেরেছে। তাতে থেমেছে সিটিজেনদের অপরাজেয় যাত্রা।

স্পোর্টস ডেস্ক