বাংলাদেশের বিপক্ষে লড়াইকে চাপ হিসেবেই দেখছেন ভারতের কোচ
প্রতিবেশি দেশে ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল (১৮ নভেম্বর) ঢাকায় মুখোমুখি হবে দুই দল। মূল পর্বের লড়াই থেকে দুদলই ছিটকে গেলেও তাদের জন্য এটি মর্যদার লড়াই। এই ম্যাচে ঘরের মাঠে স্টেডিয়ামভরা দর্শকের সঙ্গে সময়ের সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিষয়টাকে চাপ হিসেবেই দেখছেন ভারতের কোচ খালিদ জামিল।
বাংলাদেশের মাঠে খেলতে সবসময়ই অতিরিক্ত চাপ থাকে—এটিও অস্বীকার করেননি ভারতীয় কোচ। প্রতিপক্ষের মাঠ, গ্যালারিভর্তি দর্শক আর বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ভারতীয় দলকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে বলেও মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে চাপের বিষয়টি উঠে এলে ভারতের কোচ জামিল বলেন, ‘হ্যাঁ, চাপ আছে। আমাদের তা মানতে হবে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে একটি ইতিবাচক ফলের আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
আগের লেগে শিলংয়ে দুই দল ০-০ গোলে ড্র করেছিল, সেই ম্যাচেই বাংলাদেশ জার্সিতে অভিষেক হয়েছিল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর। এরপর মাত্র ছয় ম্যাচেই চার গোল করে আলোচনার কেন্দ্রে এখন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু ভারত কোচ ম্যাচের পরিকল্পনায় একক কোনো নামকে আলাদা করে গুরুত্ব দিতে চান না।
ম্যাচের আগের দিন ভারতীয় কোচ খালিদ জামিলকে সংবাদ সম্মেলনে বারবারই বাংলাদেশের হামজাকে ঘিরে প্রশ্ন শুনতে হয়েছে। এই বিষয়ে ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশ ভালো দল, অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না। এটা খুব সিরিয়াস গেম।’
এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও ভারতের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তারপরও ম্যাচটি ভারত গুরুত্ব সহকারে দেখছে বলে জানান জামিল। তিনি বলেন, ‘এটা প্রীতি ম্যাচ নয়, এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। আমরা ম্যাচটি জিততে চাই।’

স্পোর্টস ডেস্ক