জাহানারার ঘটনায় সরকার থেকে সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
দিন কয়েক আগে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জাতীয় দল নিয়ে বেশ কিছু অভিযোগ আনেন জাহানারা আলম। সেই সাক্ষাৎকারে দলের মধ্যে সিন্ডিকেট, জুনিয়র ক্রিকেটারদের মারধরের সঙ্গে তাকে জাতীয় দল থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেন।
এরপর গতকাল ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ তোলেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা জাহানারা।
জাহানারার অভিযোগ তদন্ত করার জন্য একটি কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকালই এক বিবৃতিতে এই কমিটি গঠনের কথা জানায় বিসিবি।
আজ শুক্রবার (৭ নভেম্বর) জাহানারার সেই অভিযোগ নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সরকার থেকে সহায়তার কথা জানিয়েছেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’
যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা, ‘এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’

স্পোর্টস ডেস্ক