টি-টোয়েন্টিতে সবার ওপরে বাবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। শুক্রবার (৩১ অক্টোবর) লাহোরে স্বাগতিক পাকিস্তান তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল জয়। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে তারা। ম্যাচে ১৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন বাবর আজম। এতে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক এখন বাবর। তিনি পেছনে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতই ছিলেন সবচেয়ে বেশি রানের মালিক।
রেকর্ডটি গড়ার জন্য বাবরের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। প্রোটিয়া স্পিনার ডোনোভান ফেরেইরার বলে লং-অফে সিঙ্গেল নিয়ে রোহিত শর্মার ৪ হাজার ২৩১ রানের রেকর্ড টপকে যান তিনি। শেষ পর্যন্ত ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাবর, যা তার মোট রান সংখ্যাকে ৪ হাজার ২৩৪-এ নিয়ে যায়।
প্রায় এক বছর পর টি-টোয়েন্টিতে ফিরে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন বাবর। এশিয়া কাপে খেলতে না পারা সাবেক পাকিস্তানি অধিনায়ক ১৩০টি টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরিতে এই রান করেছেন। গড় ৩৯.৫৭ হলেও বাবর সমালোচিত হয়েছেন স্ট্রাইক রেট নিয়ে। মারাকাটারি ব্যাটিংয়ের টি-টোয়েন্টি সংস্করণের তার স্ট্রাইক রেট ১২৮.৭৭।
রোহিত শর্মা ১৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

স্পোর্টস ডেস্ক