হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ হাসপাতালে ভর্তি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে বিষয়টি। জানা গেছে, আগের চেয়ে তিনি সুস্থ আছেন।
চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুটি ম্যাচে খেলেছিলেন। চোটের কারণে নিয়মিত হতে পারেননি।
৫০টি টেস্ট খেলে ব্যাট হাতে ২ হাজার ৯১৪ রান করেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরি করেছেন ৫টি, অর্ধশতক ১৬টি। বল হাতে উইকেট নিয়েছে ৪৩টি। ২০২১ সালে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেন তিনি।
অভিষেকের পর থেকে খেলা ১৪১ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে করেন ২ হাজার ৪৪৪ রান। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। এছাড়া ফিল্ডার হিসেবে বিশ ওভারের ম্যাচে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৫০টি ক্যাচ লুফে নিয়েছেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সংস্করণ থেকে ২০২৪ সালে অবসরে যান এই তারকা।
ওয়ানডেতে উজ্জ্বল মাহমুদউল্লাহ খেলেছেন ২৩৯ ম্যাচ। করেছেন ৫ হাজার ৬৮৯ রান। সেঞ্চুরি চারটি, হাফসেঞ্চুরি ৩২টি। বল হাতে শিকার করেছেন ৮২টি উইকেট।

স্পোর্টস ডেস্ক