বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি হচ্ছে?
নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হতে যাচ্ছে আজ রোববার (২৬ অক্টোবর)। এর একদিন আগেই নিশ্চিত হয়ে গেছে শেষ চারে কারা থাকছে। পয়েন্ট টেবিল অনুযায়ী শীর্ষ দল এবং চতুর্থ দলের অবস্থানে কোন পরিবর্তন আসছে না। যে কারণে সেমিফাইনালের সূচিও নির্ধারণ করা হয়ে গেছে। তাই শেষ দিনের দুটি ম্যাচ শুধুই নিয়মরক্ষার।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে শীর্ষ চারে থাকবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও স্বাগতিক ভারত। এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে লিগ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। ৭ ম্যাচে ৬ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অসিরা। অন্যদিকে, ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ড ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আজ তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। ভারত ৬ ম্যাচে ৩ জয় ও ৩ পরাজয়ে চতুর্থ স্থানে রয়েছে। তাদের আরেকটি ম্যাচ বাকি বাংলাদেশের বিপক্ষে। যা নাভি মুম্বাইয়ে আজ মাঠে গড়াবে।
এখন শেষ দিনের ম্যাচে ফলাফল যা-ই হোক না কেন, এক নম্বর দল ও চার নম্বরে অস্ট্রেলিয়া ও ভারতই থাকছে। এই দুই দল ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নাভি মুম্বাইয়ের ডি. ওয়াই. পাতিল স্টেডিয়ামে।
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে দুই ও তিনে থাকা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের অবস্থান পরিবর্তন হতে পারে শেষ দিনের ম্যাচের পর। তবে এই দুটি দলই শেষ পর্যন্ত ২ ও ৩ নম্বরে থাকবে। তাই ২৯ অক্টোবর গুয়াহাটিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এই দুই ম্যাচ শেষে জয়ী দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ২ নভেম্বর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ের ডি.ওয়াই পাতিল স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে। সেমিফাইনালের দুটি ম্যাচ ও ফাইনাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা থেকে।
আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কিছু শঙ্কা রয়েছে। গুয়াহাটিতে প্রথম সেমিফাইনালে টসের সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সেমিফাইনালেও নাভি মুম্বইয়ের আকাশ মেঘলা থাকতে পারে, সন্ধ্যায় বজ্রপাত ও পরবর্তীতে কিছু সময় বৃষ্টিও হতে পারে। তবে, সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে, যাতে বৃষ্টির কারণে কোনো সমস্যা হলে খেলা পরবর্তী দিনে অনুষ্ঠিত হতে পারে।
যদি সেমিফাইনালে কোনো ফলাফল না আসে, তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল ফাইনালে যাবে। ফাইনালেও যদি কোনো ফলাফল না আসে, তাহলে ট্রফি ভাগাভাগি করবে ফাইনালে ওঠা দুই দল।
নারী বিশ্বকাপের নকআউট ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া এই পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার ২ জয়ের বিপরীতে ভারত জিতেছে একটি ম্যাচে। অন্যদিকে, ওয়ানডে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকাকে ২ বার হারিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক