রেট্রো স্টাইলের ঝলক আর আত্মবিশ্বাসের ছোঁয়ায় কাজল যেন সময়ের গণ্ডি পেরিয়ে অন্য রূপে। হলুদ ওয়েস্টকোট আর সাদা শার্টে কাজল দেবগন, যেন পুরনো দিনের গ্ল্যামার আর আধুনিকতার এক দারুণ মিশেল। কাজল মানেই এক বিশেষ আকর্ষণ, যা তাঁর ব্যক্তিত্বে আর পোশাকে সবসময়ই উজ্জ্বল।