ভারতে চার রাত ধরে ঘুমাতে পারছেন না ক্রিকেটাররা
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষেও লড়াই জমিয়ে তুলেছিল টাইগ্রেসরা। শুধু লড়াই বললে বোধহয় একটু কম বলা হবে, জয়ের কাছাকছি চলে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তিন দলের বিপক্ষেই জিততে জিততে হেরেছে বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় আসর খেলছে বাংলাদেশ। এবারই সুযোগ তৈরি হয়েছিল সেমিফাইনালে খেলার। কিন্তু সুযোগ নষ্ট করে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বিশেষ করে সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেই হার দেশের ক্রিকেট ভক্তদের জন্য মেনে নেওয়া খুব কঠিন। সেটি মেনে নিতে পারছেন না ক্রিকেটাররাও। ভারতে গত চার রাত ধরে ঘুমাতে পারছেন না তারা।
নিজেদের শেষ ম্যাচ খেলতে রোববার (২৬ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ভারতের ডি. ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তার আগে আজ শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন ব্যাটার সোবহানা মোস্তারি। সেখানে তিনি জানালেন, নিকট অতীতের তিক্ত স্মৃতি ভুলে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা।
সংবাদ সম্মেলনে সোবহানা বলেন, ‘শ্রীলঙ্কার কাছে হারের পর আমরা রাতে ঘুমাতে পারিনি। গত চার রাত ধরে আমরা ঘুমাইনি। এখন ম্যানেজমেন্ট কোনো নেতিবাচক বিষয় নিয়ে ভাবছে না। ইতিবাচক বিষয় নিয়েই কথা হচ্ছে। কাল সবাই ইতিবাচক থেকেই মাঠে নামব।’
ভারতের বিপক্ষে অবশ্য বাংলাদেশের লড়াই হয় জমজমাট। বাংলাদেশে দুই দলের সিরিজ উত্তাপও ছড়িয়েছিল। ভারতকে হারানোর অভিজ্ঞতাও আছে। সেই অভিজ্ঞতা দিয়েই এবার হারমানপ্রিত-স্মৃতিদের ঘায়েল করতে চান তাদেরই মাঠে।
সোবহানা বলেন, ‘টুর্নামেন্ট শেষ, আমাদের শেষ ম্যাচ। ভালোভাবে যেন শেষ করতে পারি। ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয়। ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলেছি, ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে নিয়েই এগোবো।’

স্পোর্টস ডেস্ক