তামিমের অভিযোগের জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে, এমন অভিযোগ করেছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবার বিসিবি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী। তার অভিযোগ, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জেতানোর জন্য কাজ করছে সরকার।
সরাসরি নাম না বললেও ইঙ্গিতটা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে। তামিমের এমন অভিযোগের জবাব দিয়েছেন ক্রীড়া উপদেষ্টাও। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে দেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশনে আসিফ স্পষ্ট করেছেন নিজের জায়গা। তিনি জানান, সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বরং রুটিন কাজ করছে।
আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি হস্তক্ষেপ বলেন, তাহলে...এখানে বুঝতে হবে সরকারের কতটুকু এখতিয়ার আছে। এখতিয়ারের বাইরে যদি কিছু করে তাহলে বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। সেটা হলে প্রয়োজনে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন, প্রয়োজনে আইসিসিকে বলতে পারেন।’
স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেছিলেন, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’

 
                   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
 
 
               
               
               
 
 
 
 
 
 
 
 
 
