ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ আর নেই
ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) স্থায়ী সদস্য মোস্তাক আহমেদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
মোস্তাক আহমেদের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মোস্তাক আহমেদ খানের আকস্মিক মৃত্যুতে বিএসপিএ গভীর শোক প্রকাশ করেছে। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আজ বাদ এশা যাত্রাবাড়ী ছনটেক জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ কুমিল্লার নিজগ্রামে দাফন করা হবে।

স্পোর্টস ডেস্ক