উত্থানের ৪০ মিনিটে লেনদেন ১২১ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (৫ জানুয়ারি) শুরুর প্রথম ৪০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৪০ মিনিটে লেনদেন হয়েছে ১২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুর প্রথম তিন মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর সেই উত্থান আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১২ দশমিক ৫৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯৭৭ দশমিক ৮৩ পয়েন্টে।
এ সময় ডিএস৩০ সূচক এক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৯ দশমিক ৬৫ পয়েন্টে। আর ডিএসইএস সূচক তিন দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০ দশমিক ৪৬ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৩টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফোসিসের ছয় কোটি ৪৮ লাখ টাকা, রহিমা ফুডের চার কোটি ২৫ লাখ টাকা, সিটি ব্যাংকের তিন কোটি ৮৫ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের তিন কোটি ৬৪ লাখ টাকা, ইসলামী ব্যাংকের দুই কোটি ৯৩ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দুই কোটি ৫৩ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দুই কোটি ৫০ লাখ টাকা, উত্তরা ব্যাংকের দুই কোটি ৫০ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দুই কোটি ১৯ লাখ টাকা এবং কি এন্ড কিউর দুই কোটি দুই লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক