সূচকের উত্থান, লেনদেন ৫০০ কোটির ঘরে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে শেষ হয়েছে আজ রোববারের (৪ জানুয়ারি) লেনদেন। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ দশমিক ৬২ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। লেনদেন বেড়ে এদিন ৫৩৭ কোটি টাকার ঘরে চলে এসেছে। গত বৃহস্পতিবারের (১ জানুয়ারি) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ১১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৫৪ দশমিক ৬২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়িয়েছে চার হাজার ৯৬৫ দশমিক ২৪ পয়েন্টে। ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয় দশমিক ৬১ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৭ দশমিক ৮৪ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ৬৩৫ কোটি ২২ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি ২১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি চার লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংকের ১৮ কোটি ৫২ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১৫ কোটি ৫৯ লাখ টাকা, সায়হাম কর্টনের ১২ কোটি ৯৪ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক