ভাল থেকে মন্দ ক্যাটাগরিতে ৯ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে না পারার কারণে কোম্পানিগুলোর এই ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস.আলম কোল্ড রোল্ড, জেমিনি সি ফুড ও বেস্ট হোল্ডিংস। এর মধ্যে বেস্ট হোল্ডিংস, জেমিনি সি ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে। আর কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, এস. আলম কোল্ড রোল্ড ও ফু-ওয়াং ফুড ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে। আজ থেকে কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হয়েছে। এদিক ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলোকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই, আজ থেকে কার্যকর হয়েছে।
ক্যাটাগরির মানদণ্ড সম্পর্কে ডিএসই জানায়, তালিকাভুক্ত যেসব কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে ও আর্থিক বছর শেষে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বা তার চেয়ে বেশি হারে লভ্যাংশ দেবে, সেসব কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে থাকবে। যেসব কোম্পানি নিয়মিত এজিএম করবে, কিন্তু ১০ শতাংশের কম লভ্যাংশ দেবে, তাদের ‘বি’ ক্যাটাগরিতে রাখা হবে। নতুন তালিকাভুক্ত কোম্পানিকে ‘এন’ ক্যাটাগরিতে রাখা হবে। আর যেসব কোম্পানি নিয়মিত এজিএম করবে না, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না, টানা ছয় মাসের বেশি যাদের উৎপাদন বন্ধ থাকবে, সেসব কোম্পানির জন্য চালু করা হয় ‘জেড’ ক্যাটাগরি।

নিজস্ব প্রতিবেদক