প্রধান সূচকের উত্থানের ৩০ মিনিটে লেনদেন ৬১ কোটি টাকা
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (৪ জানুয়ারি) শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৬১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।
আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুর প্রথম তিন মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সেই উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ছয় দশমিক ৩৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯১৬ দশমিক ৯৫ পয়েন্টে।
এ সময় ডিএস৩০ সূচক এক দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭০ দশমিক ৯৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার পাঁচ দশমিক ৭৪ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫১টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফোসিসের পাঁচ কোটি ৬৬ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের তিন কোটি ৮২ লাখ টাকা, সোনালী পেপারের দুই কোটি ৪০ লাখ টাকা, সায়হাম কটনের এক কোটি ৯৫ লাখ টাকা, মনোস্পুলের এক কোটি ৮২ লাখ টাকা, সিটি ব্যাংকের এক কোটি ৫৬ লাখ টাকা, উত্তরা ব্যাংকের এক কোটি ৪০ লাখ টাকা, হাক্কানী পাল্পের এক কোটি ২৫ লাখ টাকা এবং নাহি এ্যালুমিনিয়ামের এক কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক