ডিএসই : দুই খাতে লেনদেন ৩১ শতাংশ, শীর্ষে বস্ত্র
সদ্য সমাপ্ত সপ্তাহে (২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে ব্যাংক খাত। এই দুই খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে ৩১ দশমিক ৪৯ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪১৭ কোটি ২৫ লাখ টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৫৪ কোটি ৩১ লাখ টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বস্ত্র ও ব্যাংক—এই দুই খাতের ৯৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৬১ লাখ টাকা। বাকি ১৯টি খাতের ৩১৯টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৯৭৩ কোটি ৬৪ লাখ টাকা।
শীর্ষ অবস্থানে থাকা বস্ত্র খাতের ৫৮টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৯০ লাখ টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৫৯ কোটি ৪৭ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৮৯ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ২০৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১৪ দশমিক ৬০ শতাংশ।
তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এই খাতের ৩৪টি প্রতিষ্ঠানে ১৬১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১১ দশমিক ৪৩ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি প্রতিষ্ঠানে ১৪১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১০ দশমিক শূন্য সাত শতাংশ।
এ ছাড়া অন্যান্য খাতের মধ্যে প্রকৌশল খাতে সাত দশমিক ২৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ছয় দশমিক ৭২ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে পাঁচ দশমিক ৮৬ শতাংশ, বিবিধ খাতে পাঁচ দশমিক ৮৩ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে তিন দশমিক ৯৫ শতাংশ, আইটি খাতে তিন দশমিক ৫২ শতাংশ ও জীবন বিমা খাতে তিন দশমিক ৪০ শতাংশ লেনদেন হয়েছে।
টেলিকম খাতে দুই দশমিক ১০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে দুই দশমিক শূন্য সাত শতাংশ, সেবা ও আবাসন খাতে এক দশমিক ৬৭ শতাংশ, সিরামিক খাতে এক দশমিক শূন্য দুই শতাংশ লেনদেন হয়েছে। বাকি খাতগুলোর মধ্যে নন-ব্যাংকিং আর্থিক খাতে এক দশমিক শূন্য সাত শতাংশ, চামড়া খাতে শূন্য দশমিক ৫৮ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৮৫ শতাংশ, সিমেন্ট খাতে শূন্য দশমিক ৫৮ শতাংশ, পাট খাতে শূন্য দশমিক ৫৪ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য এক শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক