কমল ডিএসইর প্রধান সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ছয় দশমিক ৫৭ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত সোমবারের (২৪ নভেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। তবে এদিন লেনদেন সামান্য বেড়ে ৬৩৬ কোটি টাকায় চলে এসেছে।
শেয়ার কেনার চাপে লেনদেন শুরুতে আজ সূচক উত্থান হয়েছিল। লেনদেন শুরুর প্রথম ৭ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট উত্থান হয়। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শুরুর এক ঘণ্টা ৩৯ মিনিটে সূচক ডিএসইএক্স ১৬ উত্থান হয়। পরে সূচকের উত্থান থেকে পতনে ফিরে। এদিনের লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৬ দশমিক ৫৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১৮ দশমিক ২৮ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৫ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩২ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬৩৫ কোটি ৯৫ লাখ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ৫১ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৯৩ হাজার ৩৫৯ কোটি ৮৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ২২৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ারের ২০ কোটি ৭৭ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭ কোটি ৭৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৪৩ লাখ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্টের ১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ১০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিমটেক্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক