বড় উত্থানে সূচক, বেড়েছে ৯২ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২৪ নভেম্বর)। এক দিনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০৯ দশমিক ১০ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৯১ দশমিক ৮২ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
গত রোববারের (২৩ নভেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে আট হাজার ৯৬৮ কোটি টাকা। তবে এদিন লেনদেন বেড়ে ৬৩৬ কোটি টাকায় চলে এসেছে।
শেয়ার কেনার চাপে লেনদেন শুরুতে আজ সূচক উত্থান হয়েছিল। লেনদেন শুরুর প্রথম ৩৯ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট উত্থান হয়। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ আরও বাড়ে। লেনদেন শুরুর এক ঘণ্টা ৩৯ মিনিটে সূচক ডিএসইএক্স ৭৩ হয়। পরে সূচকের উত্থান গতি আরও বাড়ে। এদিনের লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ১০৯ দশমিক ১০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৪ দশমিক ৮৫ পয়েন্টে। ডিএসইএস সূচক ২৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫২ দশমিক ৬২ পয়েন্টে। এছাড়া ডিএস ৩০ সূচক ৪২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৬ দশমিক ১৬ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ৩৫৯ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৩৯১ কোটি ২৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৫৯টির, কমেছে ২২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমটেক্সের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি আট লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৪ কোটি ২০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ কোটি ৫০ লাখ টাকা, রানার অটোর ১২ কোটি ৬৬ লাখ টাকা এবং আফতাব অটোর ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে তিন দশমিক ১২ শতাংশ। অন্যদিকে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক