বেড়েছে ৮২ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১৯ নভেম্বর)। একদিনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮২ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। লেনদেন কমে ৪২০ কোটি টাকার চলে এসেছে।
এর আগে গতকাল মঙ্গলবারের (১৮ নভেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ২২৬ কোটি টাকা।
লেনদেন শুরুতে আজ শেয়ার কেনার চাপে সূচক উত্থান হয়েছিল। লেনদেন শুরুর প্রথম ৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট উত্থান হয়। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ বাড়ে। এতে সূচকের উত্থান বৃত্ত আরও বড় হয়।
লেনদেন শুরুর দুই ঘণ্টা চার মিনিটে সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট উত্থান হয়। পরে সূচকের উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর তিন ঘণ্টা ৩৪ মিনিটে সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট উত্থান হয়। এরপর শেয়ার কেনার চাপ বাড়ে। এতে সূচকের উত্থান বৃত্ত বড় হয়।
এদিনের লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৫৪ দশমিক ৪৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯০১ দশমিক ৩৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৩ দশমিক ৪৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৩৮৭ কোটি ৪২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৮২ হাজার ১৭০ কোটি ৮৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩১০টির বা ৮২ দশমিক ৪৫ শতাংশ, কমেছে ৩৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আফতাব অটোর ১৩ কোটি দুই লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৯১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৪১ লাখ টাকা, খান ব্রাদার্সের ১১ কোটি চার লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৮২ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিমা ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক