শেয়ারহোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা চলছে : ডিএসই চেয়ারম্যান
পাঁচ ব্যাংকের একীভূত করার কারণে শেয়ারহোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে আমাদের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
আজ বুধবার (১৯ নভেম্বর) নিকুঞ্জে ডিএসইর ভবনের কনফারেন্স হলে পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিজ (রুলস ২০২৫) বিষয়ক মতামত সভায় মমিনুল ইসলাম এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে আর্থিক সংকটে পড়া পাঁচ ব্যাংকে (এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক) একীভূত করার উদ্যোগ নিয়েছে। পাঁচ ব্যাংকের আজকের অবস্থার জন্য রেগুলেটর, নিরীক্ষকসহ সবার ব্যর্থতা ছিল জানিয়ে মমিনুল ইসলাম বলেন, পাঁচ ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারী রয়েছে। বাংলাদেশ ব্যাংক শুধু বিশেষ ক্ষমতা বলে ব্যাংকগুলোর আমানতকারীদের বিষয়টি গুরুত্ব দিয়েছে। সেখানে শেয়ারহোল্ডারদের বিষয়টি গুরুত্ব দেয়নি।
একীভূতের ক্ষেত্রে পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রসঙ্গে মমিনুল ইসলাম বলেন, পাঁচ ব্যাংক ইস্যুতে আমরা সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছি, যাতে একীভূত ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের ক্ষতির বিষয়টি বিবেচনায় আনা হয়, যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়। ইতোমধ্যে আমাদের ভয়েস রেইজ করছি, শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায়। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। তবে পাঁচ ব্যাংক নিয়ে যা হয়েছে তা অতীতে হয়েছে। ভবিষ্যতে যাতে না হয়, এজন্য ডিএসই কাজ করছে। এটাও ভাবতে হবে, একটি বিশেষ অবস্থায় দেশ চলছে।
বিনিয়োগকারিবান্ধব প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নীতিমালা করার প্রত্যাশা রেখে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত বছরের ৫ অগাস্টে সরকারের পরিবর্তনের পর আমরাই পুঁজিবাজারের সংস্কারের জন্য বলেছিলাম। সংস্কার মানেই অংশীজনদের সঙ্গে আলোচনা করে, মতামত নিয়ে করা উচিত। আজকের আলোচনায় যেসব মতামত এলো, তা যেন বিএসইসি বিবেচনায় দেয়। এইসঙ্গে চূড়ান্ত আলোচনা করতে পুনরায় আমাদের সঙ্গে বসে।
বেসসরকারি বড় গ্রুপ কোম্পানি সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার প্রস্তাব করে সাইফুল ইসলাম বলেন, আইপিওর ক্ষেত্রে কোম্পানির শুধু আর্থিক প্রতিবেদন বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করলেই হবে না, রেগুলেটরকে (বিএসইসি) দেখতে হবে তা যথাযথ কি না। একইসঙ্গে আইপিওর মাধ্যমে কোন কোম্পানি পুঁজিবাজারে আনতে বিএসইসি যেন ডিএসইকে সঙ্গে নিয়ে করে, সেই অনুরোধও করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক