একীভূত ৫ ব্যাংক : ক্ষতিপূরণ পাবেন না শেয়ারহোল্ডাররা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি
পুঁজিবাজারে তালিকাভুক্ত শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে তাদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্ষদ ভেঙে দেওয়া ওই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডাররা কেউ ক্ষতিপূরণ পাবেন না, এমনটিই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গভর্নর।
আহসান এইচ মনসুর বলেন, শেয়ারহোল্ডারদের ইকুইটি এখন নেগেটিভ। তাই শেয়ার দর জিরো বিবেচনা করা হবে। এজন্য কাউকে ক্ষতিপূরণ দেওয়া হবে না।
আমানতকারীদের সুরক্ষা প্রসঙ্গে গভর্নর বলেন, দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা ১০০ শতাংশ টাকা তুলতে পারবেন। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে ধাপে ধাপে উত্তোলনের সুযোগ থাকবে। এর বিস্তারিত পরবর্তীতে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক