লেনদেন বাড়লেও ডিএসইতে কমেছে সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে আজ রোববার (২ নভেম্বর) ৫৪৪ কোটি টাকার ঘরে উঠে এসেছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের (৩০ অক্টােবর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ছয় পয়েন্ট।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১৬ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৩১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ১৮ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল তিন পয়েন্ট। সেই উত্থান গতি পরে কমে পতনে ফিরে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ছয় দশমিক ৩৩ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ১১৫ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএসইএস সূচক তিন দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৮ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক চার দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৮২ দশমিক ৯৪ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৮ হাজার ৪৪৫ কোটি ৮৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি ১১ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ২০৭টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মনোস্পুল বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি তিন লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৭ কোটি ৬৪ লাখ টাকা, খান ব্রাদার্সের ২০ কোটি ৯৯ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৮ কোটি ৪২ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৮ কোটি ৩১ লাখ টাকা, সিভিও পেট্রোক্যামিকেলের ১৩ কোটি ৭৪ লাখ টাকা, রূপালী লাইফের ১১ কোটি ৯৯ লাখ টাকা এবং বিচ হ্যাচারির ১০ কোটি ৫৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮৪ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মনোস্পুল বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ৪৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক