লেনদেনসহ সূচক বেড়েছে, ৬৩ শতাংশ কোম্পানির দর উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ৪৬৮ কোটি টাকার ঘরে চলে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। এদিন উত্থান হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১২ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি বাড়ে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২৭ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৪ পয়েন্ট। সেই সূচকের উত্থান পরে আরও বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৫৫ দশমিক ১৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১৪৯ দশমিক ৮৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮ দশমিক ৫৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৯৮ দশমিক ১০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৫৫ কোটি চার লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ পাঁচ হাজার ৩৪৩ কোটি তিন লাখ টাকা। গতকাল মূলধন ছিল ছয় লাখ তিন হাজার ৪৯৯ কোটি ১৪ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৯টির, কমেছে ৮০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ২১ কোটি ৯৭ লাখ টাকা, রবি আজিয়াটার ২১ কোটি ৪৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১২ কোটি ৮৯ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ১১ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্পের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক