বেড়েছে ৭৩ কোম্পানির শেয়ারের দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৮ ডিসেম্বর)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৭৩ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গত রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৬৮৮ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৩৬৪ কোটি টাকার ঘরে চলে এসেছে।
আজ লেনদেন শুরুর প্রথম ৩৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৩৩ দশমিক ৬৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯০৬ দশমিক ২৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ছয় দশমিক৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯২ দশমিক ৯৫ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৬৭১ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ৯৮৩ কোটি ১৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৭টির, কমেছে ৫৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৯ কোটি ৬৬ লাখ টাকা, সিমটেক্সের ১৯ কোটি ৩৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৩ কোটি ৪৯ লাখ টাকা এবং ডমিনেজ স্টিলের ১১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৬৪ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিমা ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক