লোকসানে লভ্যাংশ দেবে না ইনফরমেশন সার্ভিসেস
পুঁজিবাজারের তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসানে থাকায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচিত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। আজ বুধবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লোকসান প্রসঙ্গে কোম্পানির সচিব মো. শাহরিয়া খান বলেন, আগের ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছর মুনাফা হলেও ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লোকসানে পড়েছে। ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। লোকসানে কেন পড়েছে, এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, সবশেষ সমাপ্ত অর্থবছরের পুর্ণাঙ্গ তথ্য আসার পরে বলতে পারবো। তবে কোম্পানির ব্যয় আগের তুলনায় বেড়েছে। সেই তুলনায় মুনাফা বাড়েনি।
গত ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। আগের ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১২ পয়সা। আলোচিত সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে এক টাকা ১৬ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল এক টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে দুই টাকা ৪২ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল দুই টাকা ৯৬ পয়সা।
ঘোষিত নো লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকার নিউ ইস্কাটনের টিএমসি ভবনে ডিজিটাল প্রাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর, বেলা ১২টায়। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক