সূচক পতনেও ডিএসইতে বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১০ ডিসেম্বর)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৫৮ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। মঙ্গলবারের (৯ ডিসেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। কবে লেনদেন বেড়ে এদিন ৫৩৩ কোটি টাকার ঘরে চলে এসেছে।
আজ লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২১ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩২ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান থেকে পতনে ফেরে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ২১ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯৪১ দশমিক ৮৪ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩১ দশমিক ৭২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৯ দশমিক ১০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫৮ কোটি তিন লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৩ হাজার ৫০৯ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৮৫১ কোটি ১০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২২৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ২৩ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৪ কোটি ১৬ লাখ টাকা, বিডি থাই ফুডের১২ কোটি ৭৬ লাখ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২ কোটি ৬৪ লাখ টাকারর শেয়ার।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক