ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান বখতিয়ার আলম
ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআই) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম বখতিয়ার আলম।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৩৬৬তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এস. এম. বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের একজন উদ্যোক্তা পরিচালক। ইতিপূর্বে তিনি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বখতিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিষ্ট্রার্ড গ্রাজুয়েট এবং ঢাকা ক্লাবের স্থায়ী সদস্য। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ট্রেজারার ও বর্তমান বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য। এছাড়া তিনি বেশকিছু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।
বখতিয়ার আলম অলাভজনক প্রতিষ্ঠান হিল বাংলাদেশ ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন চার্টার্ড সদস্যও তিনি।

নিজস্ব প্রতিবেদক