পুঁজিবাজার : পাঁচ খাতের সব কোম্পানির দরপতন

পুঁজিবাজারে পাঁচ খাতের সব কোম্পানির শেয়ার দরে ভাটা পড়েছে। এই খাতগুলো হলো- সিমেন্ট, সিরামিক, পাট, পেপার প্রিন্টিং ও চামড়া খাত। আজ রোববার (১৯ অক্টোবর) এই পাঁচ খাতের মোট ২৭ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দরপতন হওয়া পাঁচ খাতের কোম্পানিগুলো হলো— আরামিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ হোলসিম বাংলাদেশ, মেঘনা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ফু-ওয়াং সিরামিক, মুন্নু সিরামিক, আরএকে সিরামিকস, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড সিরামিক, জুট স্পিনার্স, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, সোনালী আঁশ, বসুন্ধরা পেপার, হাক্কানী পাল্প এন্ড পেপার, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং,মাগুরা মাল্টিপ্লেক্স, মনোস্পুল বাংলাদেশ, সোনালী পেপার, এপেক্স ফুটওয়্যার, এপেক্স ট্যানারী, বাটা সু, ফরচুন সুজ, লিগ্যাসি ফুটওয়্যার এবং সমতা লেদার।
সিমেন্ট খাত: হাইডেলবার্গ সিমেন্টের কোম্পানির এদিন শেয়ারপ্রতি দর কমেছে চার টাকা ২০ পয়সা। এছাড়া লাফার্জ হোলসিম বাংলাদেশের শেয়ারপ্রতি দর কমেছে এক টাকা ৫০ পয়সা, মেঘনা সিমেন্টের এক টাকা ২০ পয়সা, কনফিডেন্স সিমেন্টের ৯০ পয়সা, ক্রাউন সিমেন্টের ৯০ পয়সা, প্রিমিয়ার সিমেন্টের ৭০ পয়সা এবং আরামিট সিমেন্টের ৩০ পয়সা।
সিরামিক খাত: মুন্নু সিরামিকের কোম্পানির এদিন শেয়ারপ্রতি দর কমেছে তিন টাকা ১০ পয়সা। এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারপ্রতি দর কমেছে দুই টাকা ৭০ পয়সা, শাইনপুকুর সিরামিকসের ৯০ পয়সা, ফু-ওয়াং সিরামিকের ৬০ পয়সা এবং আরএকে সিরামিকসের ২০ পয়সা।
পাট খাত: সোনালী আঁশের কোম্পানির এদিন শেয়ারপ্রতি দর কমেছে ৯ টাকা ৫০ পয়সা। এছাড়া জুট স্পিনার্সের শেয়ারপ্রতি দর কমেছে চার টাকা ৭০ পয়সা এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের দুই টাকা ৪০ পয়সা।
পেপার প্রিন্টিং খাত: সোনালী পেপারের কোম্পানির এদিন শেয়ারপ্রতি দর কমেছে ১৮ টাকা ২০ পয়সা। এছাড়া মনোস্পুল বাংলাদেশের শেয়ারপ্রতি দর কমেছে তিন টাকা ৯০ পয়সা, হাক্কানী পাল্প এন্ড পেপারের তিন টাকা ৩০ পয়সা, মাগুরা মাল্টিপ্লেক্সের দুই টাকা ৯০ পয়সা, বসুন্ধরা পেপারের ১০ পয়সা এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ১০ পয়সা।
চামড়া খাত: বাটা সু কোম্পানির এদিন শেয়ারপ্রতি দর কমেছে পাঁচ টাকা ৪০ পয়সা। এছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারপ্রতি দর কমেছে তিন টাকা ৪০ পয়সা, এপেক্স ফুটওয়্যারের দুই টাকা ৫০ পয়সা, সমতা লেদারের দুই টাকা ৫০ পয়সা, এপেক্স ট্যানারীর দুই টাকা ৪০ পয়সা এবং ফরচুন সুজের ৫০ পয়সা।