মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে মালয়েশিয়ায় দোয়া
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া শাখা যুবদল। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় কুয়ালালামপুরের এক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এসএম বশির আলম, যুবনেতা জসিম উদ্দিন, জাসাসের নেতা মাসুম, এম এ কালাম, রফিক সরকার, শাহীন আলম, মারুফ এলাহী, কিবরিয়া এবং স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গোটা জাতির মতো প্রবাসীরাও গভীরভাবে শোকাহত। এই ঘটনায় আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করি।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। যেখানে সবাই নিহতদের আত্মার শান্তি ও দেশব্যাপী শোকাহত পরিবারগুলোর জন্য সহানুভূতি প্রকাশ করেন।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া