মক্কায় খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
সৌদি আরবের মক্কায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা বিএনপি।
গতকাল শুক্রবার মক্কা নগরীর কাকিয়ায় স্থানীয় সময় রাত ১২টার দিকে আয়োজিত দোয়া মাহফিলে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলামের উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাসির চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন হামিদুল হক মিয়াজী, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফরিদুল আলম, রহমত উল্লাহ খা, মক্কা যুবদলের সভাপতি সাইদুর রহমান সোহাগ, মক্কা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হাসান।
উপস্থিত ছিলেন মক্কা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, মক্কা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক কলিম উল্লাহ করিম, মক্কা বিএনপির সহ-সভাপতি নুরুল হক, জিয়া সাইবার ফোর্স সহ-সভাপতি আবদুল করিম, সাবেক ছাত্রনেতা ঈমান মির্জা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মক্কা বিএনপির সহ সভাপতি মাওলানা ইউসুফ। সেই সঙ্গে মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেওয়ার জন্য রবের দরবারে দোয়া করা হয়।

কামাল পারভেজ অভি, মক্কা