সিলেটে পাসের হার কমেছে ৩৩.৫৩ শতাংশ
দেশের অন্যসব শিক্ষা বোর্ডের মতো ফল বিপর্যয় ঘটেছে সিলেট শিক্ষা বোর্ডেও। গত বছরের তুলনায় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বোর্ডে পাসের হার কমেছে ৩৩.৫৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
চলতি বছর সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। চলতি বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। যা বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল। আর ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী।
এদিকে এ বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। এর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন।

নিজস্ব প্রতিবেদক