১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২২ হাজার ২৭৭ কোটি টাকা
চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৮২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২২ হাজার ২৭৭ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬০ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৯০ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ২৭৪ কোটি ডলার।

নিজস্ব প্রতিবেদক