৯ দিনে প্রবাসীরা পাঠালেন ১১ হাজার ৮৮২ কোটি টাকা
ডলার। ফাইল ছবি
চলতি নভেম্বরের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৮৮২ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল রোববার (৯ নভেম্বর) দুই হাজার ৬৮৪ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
আজ সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম ৯ দিনে প্রবাসী আয় এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪৮ দশমিক ৭০ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৫৯ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক