ঝিনাইদহে কৃষি জমি খুঁড়ে মিলল গুলি ও গ্রেনেড
ঝিনাইদহের কোটচাঁদপুরে জব্দকৃত গুলি ও গ্রেনেড । ছবি : এনটিভি
ঝিনাইদহে কোটচাঁদপুরে কৃষি জমি খুঁড়ে গুলি ও গ্রেনেড জব্দ করা হয়েছে। এর মধ্যে ২৪৮ রাউন্ড রাইফেলের গুলি এবং তিনটি গ্রেনেড রয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, থানা থেকে একশো গজ দূরের একটি কৃষি জমিতে গুলি পুতে রাখার খবর পান তারা। এরপর গতকাল রোববার সেখানে অনুসন্ধান করে থ্রি নট থ্রি রাইফেলের ২৪৮ রাউন্ড গুলি পাওয়া যায়। আজ সোমবার একই স্থানে র্যাব সদস্যরা অনুসন্ধান শুরু করে। এ সময় তিনটি গ্রেনেড পাওয়া যায়। গ্রেনেডগুলো র্যাবের বোমা নিস্ক্রিয়কারী দল জব্দ করে। পরে সেগুলোকে ধ্বংস করে ফেলা হয়। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এসব গুলি ও গ্রেনেড লুকিয়ে রাখা ছিল। যে জমিতে অস্ত্রগুলো পাওয়া গেছে ওই জমির মালিক স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধা। কিছু দিন আগে তিনি ইন্তেকাল করেছেন।

মিজানুর রহমান, ঝিনাইদহ