ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহলগাড়ি খাদে, আহত ৪
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহলগাড়ি খাদে পড়েছে। এতে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি টহল দল মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহলগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশের একটি বাঁশবাগানের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চার সেনাসদস্য আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান জানান, আহত সেনাসদস্যদের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নিরাপদেই ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি চিহ্নিত করা হয়েছে এবং পলাতক চালককে আটকে অভিযান শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)