সুনামগঞ্জ সীমান্তে নির্বাচনি একক দায়িত্বে থাকবে বিজিবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত রাখতে সুনামগঞ্জ সীমান্তের দুটি আসনের তিনটি উপজেলায় এবার প্রথম একক ভাবে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বিজিবি। হাওড় বেষ্টিত ও দুর্গম এলাকায় একক দায়িত্ব ছাড়াও অন্যান্য বাহিনীর সমন্বয়ে কাজ করবে পুরো জেলায়। পাশাপাশি ৯০ কিলোমিটার সীমান্তের থাকবে ড্রোন নজরদারি।
আজ বুধবার (২৮ জানুয়ারি) ২৮ বিজিবি সদর দপ্তরে নির্বাচনি প্রস্তুতি সভার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি অধিনায়ক।
সংবাদ সম্মেলন বিজিবি অধিনায়ক বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি। ১০টি উপজেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সড়ক ও নৌপথে উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যে সুনমগঞ্জ ব্যাটালিয়ন ইতোমধ্যে রায়োট কন্ট্রোল, প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করেছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবির কুইক রেস্পন্স ফোর্স।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ