জাতীয় পার্টিসহ আ.লীগের সহযোগীদের নিবন্ধন বাতিলের দাবি
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হতে জাতীয় পার্টিসহ (জাপা) যেসব দল সহযোগিতা করেছে, তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খানের সঙ্গে সাক্ষাতের পর এ দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক।
সানাউল্লাহ হক বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী চর ও ভারতীয় দোসর, যাদের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার ক্ষেত্রে সহযোগিতা পেয়েছে তাদের নিবন্ধন বাতিলে ও নির্বাচন থেকে বিরত রাখার জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।
সানাউল্লাহ হক আরও বলেন, আমরা বলেছি—২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন এবং ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচন এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে সহযোগিতা করে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। যে অপরাধ আওয়ামী লীগ করেছে, একই অপরাধে অপরাধী জাতীয় পার্টি। বিগত দিনে বলেছিলাম জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয়, কিন্তু তা করা হয়নি। এক্ষেত্রে আমরা শুধু নির্বাচন কমিশন কে দায়ী করছি না, যারা সরকারে আছেন তাদেরকেও দায়ী করছি। আজ আমরা ইসির সঙ্গে সাক্ষাৎ করেছি। আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমাদের প্রতিবাদ জানাব।
ইসির যুগ্ম সচিব সানাউল্লাহ হক বলেন, জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। এ ব্যাপারে সরকারের কোনো ভূমিকা আমরা দেখছি না।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান বলেন, জাতীয় পার্টি, যাদের কারাগারে থাকার কথা, তারা প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে।
জাতীয় পার্টি নিষিদ্ধে সংগঠনটি একাধিক কর্মসূচি আয়োজন করেছে বলেও জানান নাজমুল হাসান।
নাজমুল হাসান আরও বলেন, জাতীয় পার্টির ব্যাপারে নির্বাচন কমিশন আগ্রহী নয়। আমাদের তিন ঘণ্টা এখানে বসিয়ে রেখেছে ইসির কর্মকর্তারা। যখনই দেখতে পেয়েছে জাতীয় পার্টি। আমরা ভয় পাই, আতঙ্কিত হই। যে জাতীয় পার্টি মানুষের ভোটাধিকার হরণ করেছে, যেই জাতীয় পার্টি আওয়ামী লীগকে দৈত্য হতে পেছন থেকে কলকাঠি নেড়েছে, সেই জাতীয় পার্টির পক্ষে ইসির সফটনেস দেখে খুবই অবাক হয়েছি।
নাজমুল হাসান বলেন, আমরা আশঙ্কা প্রকাশ করছি, নির্বাচন কমিশন ৪৫ জন ঋণ খেলাপিকে বৈধতা দিয়েছে, দ্বৈত নাগরিকদের ভোট করার সুযোগ দিয়েছে। দিল্লির গোলাম হিসেবে যারা পরিচিত জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দিয়েছে। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।

নিজস্ব প্রতিবেদক