ভাষানটেকে সমাবেশে যোগ দিলেন তারেক রহমান
নিজ নির্বাচনি এলাকা ভাসানটেকে এক জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি।
সমাবেশে অংশ নিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ভাইস প্রেসিডেন্ট ও তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এ নির্বাচনি সমাবেশের আয়োজন করে ভাষানটেক থানা বিএনপি। থানার আহ্বায়ক কামাল মাহমুদ এতে সভাপতিত্ব করছেন।
এতে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানসহ অন্যান্যরা।
তারেক রহমান গতকাল বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। প্রথম দিন সাত জেলায় সমাবেশে বক্তব্য দেন তিনি।
আগামী রোববার চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক